প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২০, ৭:৫৭ অপরাহ্ণ
হোমনায় অপরাধ নিয়ন্ত্রণ সভায় বেস্ট অফিসারদের সম্মাননা ক্রেস্ট প্রদান

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনা ও মেঘনা থানার সমসাময়িক ঘটনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধ নিয়ন্ত্রণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার হোমনা থানা কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ নিয়ন্ত্রণে অফিসারদের দিঙ নির্দেশনা এবং ভালো কাজের স্বীকৃতি প্রদান করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ , পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক ও হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল।
পরে হোমনা থানার এসআই মো. শামীম সরকার, এএসআই মো. মোরশেদুল ইসলাম, মেঘনা থানার এসআই আব্দুস সাত্তার ও এএসআই মো. সাজ্জাদ হোসেনকে বেস্ট অফিসার হিসেবে এবং করোনাকালীন সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য হোমনা থানার এএসআই পলাশ চন্দ্র বর্মনকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube