মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় একটি টিনশেড বিল্ডিং-এ বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরবাড়ি পুড়ে গৃহমালিকের নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মালিক মুজিবুল হক ফুল মিয়া জানান, প্রথমে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে তার টিনশেড বিল্ডিং ও এর ভেতরের আসবাবপত্র, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও টিভিসেটসহ সব পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার উপজেলার নিলখী ইউনিয়নের মিরাশ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।