প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২০, ৪:৩১ অপরাহ্ণ
হোমনার স্কুল ছাত্রী ধর্ষণকারী আবদুল মতিনকে গাজীপুর থেকে গ্রেফতার

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণকারী রিকশাচালক আবদুল মতিন(৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদ পেয়ে হোমনা থানার এসআই সেকান্দর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে টঙ্গী গাজীপুরের দত্তপাড়া রোডের এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে এলাকায় গুইলা মতিন নামে পরিচিত।
জানা গেছে, গত ৫ জুন সকালে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রেখে মা বাবা কৃষি জমিতে কাজ করতে গেলে শিশুটিকে ঘরে একা পেয়ে মতিন (৬০) ওরফে গুইলা মতিন শিশুটিকে ধর্ষণ করে। পরে ওইদিনই ধর্ষিতার মা বাদী হয়ে মতিনকে একমাত্র আসামী করে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা করে। মামলা নং-৩ তারিখ ৫-৬-২০২০ খ্রি.।
এদিকে ধর্ষক মতিন সম্পর্কে এলাকায় কোন ভালো সংবাদ পাওয়া যায়নি। সে তিনটি বিবাহ করেছে। প্রথম স্ত্রী তাকে রেখে পাকিস্তান চলে যায়। পরে আবার বিয়ে করে, সে স্ত্রীকে ফেলে ঢাকায় আরেক বিয়ে করে। কিন্ত কোন স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় সে বাড়িতে একা থাকার কারণে সে এ বিকৃত রুচির কাজ করেছে। সবাই এর উপযুক্ত শাস্তি দাবি করছেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকার দত্তপাড়া রোডের এক বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আগামী কাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube