মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চড়া মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি ও নোংরা পরিবেশে মুরগি বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে হোমনা পৌর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া । এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে বাজারের চাল ব্যবসায়ী উজ্জল ভৌমিককে ৫ হাজার টাকা, পেঁয়াজ ব্যবাসীয চাঁন মিয়াকে ২ হাজার ও নোংরা পরিবেশে মুরগী বিক্রির অপরাধে মুরগী ব্যবসায়ী আবদুল জলিলকে ২হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইলকোর্ট চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া বাজারের ক্রেতা- বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ডাল, তেল, পেঁয়াজ, রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমাণে আছে। তাই আতংকিত হয়ে অতিরিক্ত নিত্য পণ্য ক্রয় ও মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ করছি। এরপর কোন ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য সামগ্রী বিক্রি করলে তাদের বিরুদ্ধে মোবাইলকোর্টে শাস্তিসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া বলেন, করোনা ভাইসরাসে নিত্য পণ্যের সরবরাহ নেই বলে গুজব ছড়িয়ে ক্রেতাদের কাছ থেকে চাল- পিঁয়াজসহ অন্যন্য নিত্য পণ্য বেশি দামে বিক্রি করছে এমন অভিযোগে মোবাইলকোর্ট পরিচালনা করি এবং এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।