আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হোমনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) আজিজুর রহমান সরকার শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর পরিচালক ঢালী ইউসুফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ খাতে বিশেষ কর্মদক্ষতার জন্য সারা দেশে ৮০ জন কর্মকর্তাকে এ শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।
জানা গেছে, তিনি (আজিজুর রহমান সরকার ) ১ জানুয়ারি ২০১৮ সালে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হোমনা জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার( ডিজিএম) হিসেবে যোগদান করেন।
তিনি ২০১৪ সালে সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদে চাকুরীতে যোগদান করেন। ২০১২ ও ২০১৪ সালেও তিনি সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।