আয়ুব আলী, হোমনা, প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা আছাদপুর ইউনিয়নের ঘনিারচর আবাসন প্রকল্পের ৪৫ টি পরিবারের ছোট ছোট ছেলে -মেয়েদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার তাপ্তি চাকমা । তিনি বৃহস্পতিবার করোনামুক্ত হয়ে প্রথমেই ঈদের জামা নিয়ে ছুটে গেলেন অসহায় গরীব ঈদ বঞ্চিত মানুষের মাঝে। তিনি নিজস্ব অর্থায়ণে শেষ সময়েও মানবিকতার পরিচয় দিয়েছেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাপ্তি চাকমা গত ২৭ জুন থেকে করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। ১২ জুলাই তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলীর আদেশ পান। এর পর ১৪ জুলাই তার করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসে অর্থাৎ তিনি করোনামুক্ত হন। এদিকে সামনে ঈদ, ততদিন পর্যন্ত হোমনাতে হয়তো থাকা হবেনা সদ্য করোনামুক্ত এবং রামগঞ্জে, বদলী হওয়া ইউএনও তাপ্তি চাকমার। তাই অফিসের প্রথম দিনেই তাঁর প্রিয় হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর আশ্রয়ণ প্রকল্পের ছোট সোনামনিদের কাছে ছুটে গেলেন ঈদের উপহার নিয়ে। ঈদ উপহার পেয়ে ভীষণ খুশি আশ্রয়নের শিশুরা। এ ছাড়া তিনি আশ্রয়ণের ৪৫ টি পরিবারের সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো. নুরুজ্জামান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।