মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কৃুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর, ঘাগুটিয়া ও দুলালপুর ইউনিয়নে হতদরিদ্রদের তালিকা যাচাই-বাছাই মনিটিরিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা। আজ মঙ্গলবার বাড়ি বাড়ি গিয়ে সরকারি সুবিধাভোগীরা দরিদ্র কিনা তা চিহ্নিত করে সঠিক বাছাই কার্যক্রম করা হয় ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জকির ,সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান জসীমউদ্দিন সওদাগরসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা বলেন, অনেক সময় দেখা যায় প্রকৃত দরিদ্ররা কোনো কারণে সরকারি সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হয় ।যারা প্রকৃত হত দরিদ্র তারাই যাতে সরকারি ত্রাণ ও বিভিন্ন সহযোগিতা পায় এজন্য বাড়ি বাড়ি গিয়ে সঠিক যাচাই- বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।