মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : কুমিল্লার হোমনায় শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে লোকাল গভার্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এল.জি.এস.পি-৩) কর্মসূচির আওতায় ৫নং আসাদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এ টিফিন বক্স বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মোহাম্মদ শওকত ওসমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও তাপ্তি চাকমা ও কুমিল্লা জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) এস. এম শাহরিয়ার রহমান। ৫নং আসাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রব ও সহকারী প্রধান শিক্ষক আমেনা বেগম প্রমুখ। জানা গেছে, বিদ্যালয়ের মোট ৭০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।