মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে হোমনা থানার উদ্যোগে থানা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন।। উক্ত সভায় পূজামন্ডপে উচ্চ স্বরবিশিষ্ট শব্দ দূষণকারী বাদ্য যন্ত্র (ডকসেট) ব্যবহার না করার জন্য সুপারিশ করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়ার সহকারী পুলিশ সুপার হোমনা সার্কেল মো. ফজলুল করিম, উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন বাবু চন্দন লাল রায়, ওসি (তদন্ত) আমিনুর রসুল, হোমনা উত্তর পাড়া পুজা কমিটির সভাপতি বাবু যুগল কিশোর ভৌমিক, রামকৃষ্ণপুর পূজা কমিটির সভাপতি বরুন চন্দ্র রায়, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, সাংবাদিক এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, সৈয়দ আনোয়ার, মোঃ মোরশেদ আলম, শ্রী কানু সাহা, অঞ্জন পোদ্দার, সুভাস চন্দ্র সূত্রধর প্রমুখ।
জানা গেছে ,এ বছর উপজেলায় ৪৭ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।