মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইন- শৃঙ্খলা কমিটির সভাপতি তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রেহানা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) আমিনুর রসুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. সরফরাজ হোসেন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, মো. মফিজুল ইসলাম গনি, মো. জালাল উদ্দিন পাঠান, মো.কামরুল ইসলাম, মো. শাহজাহান মোল্লা, মো. নাজিরুল হক ভূঁইয়া ,মো. তাইজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম প্রধান, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার , সাংবাদিক মো. কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হক প্রমুখ।
সভায় বক্তারা মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, বাল্যবিবাহ, হোমনা বাজারের ফুটপাত যানজটমুক্তকরণ , লাইসেন্সবিহীন রিক্সা ও অটোরিক্সা, নম্বরবিহীন হোন্ডা ও সিএনজি নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা কমিয়ে আনতে পুলিশী টহল বৃদ্ধি, হোমনা হাসপাতালকে দালাল মুক্ত করা, হাসপাতাল রোডের সিএনজি স্টেশন অপসারণ, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া হোমনা সদরে সংঘটিত কয়েকটি চুরির ঘটনায় উদ্বেগ করেন বক্তারা।
সভায় ওসি( তদন্ত) আমিনুর রসুল বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধের মাত্রা কমিয়ে আনা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক , অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে স্ব- স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।