মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা। আজ সোমবার দুপুরে উপজেলা পোস্ট অফিসের সামনের সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ ফুটপাথ দখলমুক্ত করা হয় ।এ সময় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বীসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা জানান , পোস্ট অফিসের সামনের সড়কে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখল করে আসছে কতিপয় দোকানদার। রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে প্রতিদিনই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের ছুটির পর বাড়ি ফিরতে নানা জামেলা পোহাতে হয়। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের নিরাপদে চলাচলের স্বার্থেই ফুটপাতের এসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।