মো. আক্তার হোসেন , বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করার অপরাধে ৭ মাছ বিক্রিতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাপ্তি চাকমা ও মৎস্য কর্মকর্তা কারিসমা আহমেদ জাকসি উপজেলার বিজয়নগর গ্রামে এবং হোমনা বাসস্ট্যাণ্ডে অভিযান চালিয়ে ইলিশ মাছ বিক্রির সময় এদেরকে আটক করেন ও ৯৩ কেজি ইলিশ মাছ জব্দ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০/৪ ও ৫ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত ৯৩ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে । দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামাইন উপজেলার শান্তিপুর গ্রামের রতন মিয়ার ছেলে মো. রুবেল (৩০), আকবর আলীর ছেলে মালেক (৪০), আব্দুল লতিফের ছেলে আতাউর রহমান (৩৩), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কাইট্রাকান্দা গ্রামের শরীফ মিয়ার ছেলে মনির হোসেন (১৮), হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের তারু মিয়ার ছেলে মোস্তফা (২২), নুরুল ইসলামের ছেলে আবু কালাম (২৮), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাইল্যারচর গ্রামের আব্দুল করিমের ছেলে আক্তার হোসেন (২২) কে জরিমানা ও দণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির অপরাধে ৭জন বিক্রেতাকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০/৪ ও ৫ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।