মো.ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আলমারীতে থাকা নগদ ৩ লাখ টাকা , ঘরের টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। রোববার গভীর রাতে ৫ নং আসাদপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে খুরশিদ মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয়সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ঘরের ভিতরে আগুনের তাপ অনুভূত হলে পরিবারের ঘুমন্ত লোকজন ঘুম থেকে জেগে তাদের ঘরে জ্বলন্ত আগুনের লেনিহান শিখা দেখতে পান এবং ঘর থেকে বেরিয়ে আসেন। এসময় তাদের শোরচিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেও নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতোমধ্যে, একটি বসতঘর, ঘরের আলমারীতে থাকা নগদ ৩ লক্ষ টাকা, একটি রান্না ঘর এবং ঘরে থাকা টিভি, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
হোমনা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
স্থানীয় চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।