মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি>> কুমিল্লার হোমনায় মেসার্স হাজি মো. আহাম্মদ আলী কনস্ট্রাকশন নামের মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের রাস্তায় চলাচল নিষিদ্ধ বালুবাহী ট্রাক্টর চাপায় ফাহিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি উপজেলার কলাকান্দি গ্রামের মো.সোহেলের ছেলে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার কলাকান্দি গ্রামের নতুন রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, ঘাতক ট্রাক্টরটি করাকান্দি গ্রামের নতুন রাস্তা ভরাটের জন্য বালু আনা- নেওয়ার কাজে নিয়োজিত ছিল।শিশুটি সকালে বাড়ি থেকে বেড়িয়ে নতুন রাস্তায় এলে ট্রাক্টরটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা শিশুটিকে দ্রত উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী নাজমুল হক বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি। চালকের সন্ধান পেলে দ্রুত আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।