হোমনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
“ সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার হোমনা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তন এসে শেষ হয়।পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মোঃ আজিজুর রহমান মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, পৌর মেয়র অ্যাড. মোঃ নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান, কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমেনা বেগম, কফিল উদ্দিন পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনার কলি ও শিক্ষার্থী সানজিদা আক্তার হ্যাপী প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।
পরে ৩৬ জন নারীর মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।