মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনুর্ধব-১৭) বালক-বালিকা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
খেলায়( বালিকা) দুলালপুর ইউনিয়ন ১-০ গোলে চান্দেরচর ইউনিয়নকে পরাজিত করে এবং (বালক) হোমনা পৌরসভা আসাদপুর ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, ইউপি চেয়ারমান আবুল বাশার মোল্লা,মো. জসীম উদ্দিন সওদাগর, জালাল উদ্দিন পাঠান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন চন্দন লাল রায়, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স,ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কয়েক সহস্রাধিক দর্শক স্বত:স্ফূর্তভাবে খেলাটি উপভোগ করেন।
পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জানা গেছে , হোমনা পৌরসভা ও ৯ টি ইউনিয়নসহ মোট ১০ টি দল এ টূর্ণামেন্টে অংশগ্রহণ করে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।