মো. আক্তার হোসেন , বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ডা. মনিরুল আমিন শাম্মী স্মৃতি ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ক্যাপ্টেন তারিকুল আমিনের উদ্যোগে ও টয়োটা নাভানা লিমিটেডের সৌজন্যে বাবরকান্দি ঈদগাহ সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
ফুটবল টুর্নামেণ্টে ক্যাপ্টেন তারিকুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিন, উদ্বোধক হোমনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার,তিতাস উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া, তিতাস উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়ািন, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ হোমনা ও তিতাস আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় হোমনার মাধবপুর ফুটবল একাদশ ও বাঞ্ছারামপুর সাহেবনগর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। মাধবপুর ফুটবল একাদশ টাইব্রেকারে সাহেবনগর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।
খেলায় প্রধান রেফারি ছিলেন শফিকুল ইসলাম মুন্না এবং সহকারী রেফারি ছিলেন ওমর ফারুক ও হাবিবুর রহমান।
ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার দেলোয়ার।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।