মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় পরিত্যক্ত জমি থেকে এক অজ্ঞাত পরিচয় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ শুক্রবার ১২টার দিকে বাগমারা-কাচারীকান্দি পশ্চিম পার্শ্বের চকে পরিত্যক্ত কৃষি জমিতে এক নবজাতক ছেলে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বিকাল ৩টার দিকে শিশুটির লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
হোমনা থানার এস আই সুনীল চন্দ্র জানান, ধারণা করা হচ্ছে সিজারিয়ান অপারেশনের পর লাশটি এখানে ফেলে গেছে। শিশুটির নাভিতে ক্লিনিকের ক্লিপ পড়নো ছিল ও একটি জামা দিয়ে পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। পরে লাশ উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর উপস্থিতিতে স্থানীয় কবর স্থানে শিশুটির লাশ দাফন করা হয়েছে ।
স্থানীয় কাউন্সিলর আবুল হোসেন বলেন, পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে । পরে সকলের উপস্থিতে শিশুটির লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে ।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতক শিশুটির ভ্রুণ হওয়ার আগেই কে বা কারা ফেলে যায়। ঘটনার সংবাদ পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর উপস্থিতিতে স্থানীয় কবর স্থানে শিশুটির লাশ দাফন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।