মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে হোমনা পৌরসভার দুঃস্থ ও অতিদরিদ্র ভিজিএফ কার্ডদারীদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এসময় উপস্থিত ছিলেন- পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও পৌরসভার ট্যাগ অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, কাউন্সিলর আবদুল বাতেন, আবুল হোসেন, শাহিনুর রহমান সুমন, মো. রাজ মিয়া, আবদুস সোবহান, কামাল হোসেন, শাহিনুর আক্তার স্বপ্না ও লিটন মিয়া, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন ও সহ-সভাপতি মো. আবু রায়হান চৌধুরীসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৮১ জন এবং উপজেলার ৯টি ইউনিয়নের ১০ হাজার ১ শত ৯২ জন ভিজিএফ কার্ডদারীর মধ্যে প্রত্যেককে ১৫ কেজি হারে চাল বিতরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।