মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার ছিনাইয়া-বাবরকান্দি সড়কের বিল্লাল মিয়ার ‘স’মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলা ছয়ফুল্লাকান্দির মোহন মুন্সির ছেলে সানজিদ (২২), ইটাভরা গ্রামের ইরন মিয়ার ছেলে সজল (২২) ও জয়দেবপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে মো. খলিল (২৫) ।
থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার ছিনাইয়া-বাবরকান্দি সড়কের পার্শ্বে অবস্থিত বিল্লার এর ‘স’মিলের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার ওপর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের মধ্যে তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি রামদা ও লাঠিসোটা উদ্ধার করে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করতে সক্ষম হয়েছে।জিজ্ঞাসাবাদে আরো তিন জনের নাম পাওয়া গেছে।বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে । আজ বুধবার আটক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।