মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় মাথাভাঙ্গা ইউনিয়নের টেকেরবাজার আশ্রয়ন প্রকল্পের টয়লেট মেরামতের জন্য বরাদ্দ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ত্রান শাখা থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী আশ্রয়ন প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ৫ বাণ্ডিল ঢেউটিন ও ১৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নাহীদ আহম্মেদ জাকির ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রমজান আলী।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী হোমনা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও অসহায় মুক্তিযোদ্ধা, গরীব-দু:খী মানুষ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসে এবং বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।