মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় জাতীয় বাল্য বিবাহ নিরোধ দিবস পালন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাহার হোসেন, ডিজিএম পল্লী বিদ্যুৎ মো. আজিজুল ইসলাম সরকার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভুইয়া, একাডেমীক সুপার ভাইজার রাসেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী(পিআইও অফিস) মো.রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, মফিজুল ইসলাম গনি, নাজিরুল হক ভূইয়া,মোঃ তাইজুল ইসলাম মোল্লা, সহকারী শিক্ষক আইয়ুব আলী, রাহিদ হাসান দাদন, আইরিন আক্তার ডেইজী, শামীমা নাসরিনসহ টিউলিপ কিন্ডার গার্টেন, হোমনা আর্দশ উচ্চ বিদ্যালয় ও কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।