মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লায় হোমনায় ৪৮ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার (বালিকা) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাইব্রেকারে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলায় (বালক) ট্রাইবেকারে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়কে হারিয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। হোমনা উপজেলা ক্রীড়া সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় ১৭টি উচ্চ বিদ্যালয় ও ৯টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী, পৌরমেয়র অ্যাড, মোঃ নজরুল ইসলাম, উপজেল ভাইস চেয়ারম্যান মোঃমহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ মহিউদ্দিন খন্দকার, প্রধানমন্ত্রীর দপ্তরের পাইলট ক্যাপ্টেন তরিকুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি( বি টি এ) হোমনা উপজেলা শাখার সভাপতিমোঃ সামসুল হক সরকার,সাধারণ সম্পাদক আতিকুর রহমান, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দুস সালাম ভূঁইয়াসহ ইউপি চেয়ারম্যান, আ'লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।