আইয়ুব আলী,হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় পাঁচ দিনব্যাপী ২৩৬ তম (কাব প্রকল্প) কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ও ১২০ তম স্কাউট বেসিক কোর্স এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট হোমনা উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে ও স্কাউট লিডার এটিএম মঞ্জুরুল ইসলাম শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, কোর্স লিডার মো. আবদুল আউয়াল, কাব স্কাউট লিডার মো. আক্তারুজ্জামান, উপজেলা স্কাউট সম্পাদক ও প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, এটিএম মফিজুল ইসলাম শরীফ, মো. হুমায়ুন কবির ও উপজেলা কাপ লিডার মো. সাদেকুর রহমান প্রমুখ।
জানা গেছে, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষক এ বেসিক কোর্সে অংশ গ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।