মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় করোনায় আক্রান্ত হওয়ার একদিন পর আক্রান্ত ব্যক্তির বাড়ির সন্ধান পেয়ে আজ সোমবার বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজলা প্রশাসন।
জানা গেছে, গতকাল রবিবার হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে আবুল হাসেম করোনায় আক্রান্ত হন। তার পৈতৃক নিবাস ঘাগুটিয়া হলেও তিনি গত ২৫ বছর যাবত জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বসবাস করছেন। প্রশাসন তার দেওয়া ঠিকানায় পৈতৃক নিবাস ঘাগুটিয়া উল্লেখ করেছিলেন। কিন্তু পৈতৃক নিবাসে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি । অবশেষে আজ সোমবার তার বাড়ি খুঁজে বের করে হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে তার বাড়ি লকডাউন ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার ও পুলিশ সদস্যবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার তানিয়া ভূইয়া বলেন,করোনা পজিটিভ হওয়ায় আক্রান্তদের বাড়ির অন্যান্য সদস্যদের কাছ থেকে দুরত্ব বজায় রেখে চলাসহ ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।