মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় "কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির" আওতায় উপকারভোগীদের স্বাস্থ্য সেবায় হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গর্ভবতী মায়েদের ফ্রি মেডিকেল চেক আপ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গর্ভবতী মায়েরদের ফ্রি মেডিকেল চেক আপ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এতে পৌরসভার আওতাধীন ২শ’ জন গর্ভবতী মায়ের ফ্রি মেডিকেল চেক আপ করা হয়।
দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাপ্তি চাকমার সভাপতিত্বে সচেতনামূলক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
এতে মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুস সালাম সিকদার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।পরে উপস্থিত উপকারভোগী ল্যাকটেটিং মায়েদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
জানা গেছে, পৌরসভার আওতাধীন ৪ শ’২৫ জন ল্যাকটেটিং মাকে প্রতি মাসে ৮শ’ টাকা করে বছরে ২ কিস্তিতে ৯ হাজার ৬ শত টাকা করে ৩ বছরে মোট ২৮ হাজার ৮ শ’ টাকা ভাতা প্রদান করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।