মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে হোমনায় মোট চিহ্নিত ২১৮ টি অসহায় ছি'ন্নমূল, ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর সম্পন্ন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা বলেন, 'আগামী বুধবার ৯ আগস্ট সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এর অংশ হিসেবে হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমূখর পরিবেশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩৩ জন উপকারভোগীর মাঝে জমি ও ঘরের যাবতীয় দলিল হস্তান্তর করার মধ্য দিয়ে হোমনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হবে। ইতোপূর্বে ১ম ও ২য় পর্যায়ে উপজেলায় মোট ১৮৫ টি পাকা ঘর ও জমির যাবতীয় দলিল হস্তান্তর করা হয়েছিল। এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।