ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বুধবার২ জুলাই উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ এর আয়োজনে ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় অটো, সিএনজি মাহেন্দ্র ও বাস চালকদের এই ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনূর খান, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ।তিনি প্রশিক্ষণ অনুষ্ঠানে চালকদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেনএবং সবাইকে সতর্ক হয়ে গাড়ি ড্রাইভ করার নির্দেশ দেন।
বিভিন্ন বিজ্ঞ মহল বলেন, রাস্তায় দুর্ঘটনা প্রতিরোধে ড্রাইভারদের প্রশিক্ষণের বিকল্প নেই , আমরা মনে করি, প্রতিটা উপজেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা উচিত। আমরা হালুয়াঘাট উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে বলতে চাই, এটি নি:সন্দেহে উপজেলা প্রশাসনের একটি ভালো উদ্যোগ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।