ক্রাইম পেট্রোল ডেস্কঃ
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি সৌদি আরবের মক্কা আল মোকাররমায় পবিত্র মসজিদুল হারামে (২১ সেপ্টেম্বর, ২০২২ বুধবার রাতে) অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিম কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ দিকে হাফেজ সালেহ আহমেদ তাকরীম ২২ তারিখ দিবাগত রাত ১.৪৫ মিনিটে দেশে ফিরলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ইসলামিক ফাউণ্ডেশন এর দ্বীনি দাওয়াত বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান সরকার।
বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমদ তাকরিমকে ২১ সেপ্টেম্বর বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে তাকরীমকে এক লাখ রিয়াল, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইতোপুর্বে হাফেজ তাকরীম ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম এবং আলজেরিয়ায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭ম স্থান অধিকার করেছিল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।