প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২২, ৯:২১ অপরাহ্ণ
হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে কাউন্সিলের ভোট
![]()
ইলিয়াস সভাপতি ও রয়েল ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়।
হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি( ভারপ্রাপ্ত) আবদুস সালাম বেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ ।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কুমার দাসের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু । সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে রাতে কাউন্সিলের ভোটে আগামী ৩ বছরের জন্য হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের মোঃ ইলিয়াস মিয়া সভাপতি ফারুক আহমেদ রয়েল ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে হরিপুর ইউনিয়নের ৯টি ওর্য়াড আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয় ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube