ক্রাইম পেট্রোল ডেস্ক:
সিলেটের জৈন্তাপুরের হরিপুরের নতুন একটি কূপে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ। এটি হরিপুর গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ।
রোববার (২৬ নভেম্বর২০২৩ খ্রি.) সিলেট গ্যাস ফিল্ডস'র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমককে জানান, 'সম্পূর্ণ নতুন কূপটিতে গ্যাসের সন্ধান পাওয়া গেল। এখান থেকে দৈনিক ১৩ মিলিয়ন গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে।'
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কূপ খননে ব্যয় হয়েছে ২০৩ কোটি টাকা। এতে মজুদ গ্যাসের মূল্য ৩ হাজার ৬০০ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসাব করলে এর মূল্য দাঁড়ায় প্রায় ১০ হাজার কোটি টাকা।
এর আগে গত ২২ নভেম্বর সিলেট কৈলাসটিলায় পরিত্যক্ত ২ নম্বর কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।