ঝিনাইদহ প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় নিহত ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের মৃত গোলাম রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (মুছা) কে বৃহস্পতিবার সকাল ১০টায় ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলার নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, ইউ পি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, মহিউদ্দিন, রেজাউল ইসলাম গেন্দা প্রমূখ। উল্লেখ্য, গতকাল বুধবার ৪টার দিকে হলিধানী বাজার থেকে ইজিবাইকযোগে রামচন্দ্র পুরের দিকে যাচ্ছিল ।এসময় সামনে থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি পায়ে এবং বুকে ব্যথা পাওয়ায় তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। বীরমুক্তিযোদ্ধা মুসার মৃত্যুতে হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান শরাফত দৌলাসহ মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দীন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।