ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনজিরা (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আনজিরা হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর এলাকায় বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনজিরা দৌলতপুর গ্রামের আবু ছালের স্ত্রী দুই সন্তানের জননী।
নিহতের ছেলে মিল্টন হোসেন জানান, রাতে তার মা ঘরে বিদ্যুৎ সংযোগে টুপিন প্লাগ পরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহামুদ হাসান শাওন তাকে মৃত ঘোষণা করে।
হরিনাকুন্ডু থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ পাল জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।