ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে ৬ কৃষকের ৫ বিঘা পান বরজ পুড়ে গেছে। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সালাম জানান, দুপুরে প্রথমে তার পানবরজে আগুনের সুত্রপাত হয়। একে একে পার্শ্ববর্তী কৃষক বাবুল বিশ্বাস, কুদ্দুস বিশ্বাস, হবিবর রহমান, আমিরুল ইসলাম ও শমসের বিশ্বাসের পান বরজে আগুন লেগে পুড়ে যায়। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তবিবুর রহমান জানান, খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিড়ির আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।