ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তুষার (৩৮) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার নেতৃত্বে ঝিনাইদহের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার পৌরসভার কলেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার মান্নান মুন্সীর ছেলে তুষারকে মাদক সেবনরত অবস্থায় গাঁজাসহ গ্রেফতার করে। সে সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।