জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ>>
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নাগরিকদের বাঁচাতে সমগ্র বাংলাদেশে একযোগে ৭ দিন ব্যাপি লকডাউনের প্রথম দিনে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন মোড় ,বাজারের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। পাখিভ্যান, আলমসাধু, নসিমন ছাড়া প্রধান সড়ক ছিলো ভারিযান শুন্য। নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর নেতৃত্বে প্রতিরোধ টিম অভিযানসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সোমবার সকালে সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নে ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুর রহিম মোল্লা,ওসি তদন্ত এনামূল হক হরিণাকুন্ডু বাজার, রেজিস্ট্রি অফিস মোড়,বেল্টুর মোড়, কুলবাড়ীয়া বাজার,স্তব্রিজ বাজার,ভবানীপূর বটতলা, ভবানীপূর বাজারসহ বিভিন্ন মোড় ও বাজারে সাধারণ মানুষদের ঘরে রাখতে, পেটের ভাত যোগাতে দিনমজুর, জরুরি কাজে বাইরে থাকা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করা, অকারণে ঘর ছেড়ে বাইরে থাকা মানুষদের ঘরে ফেরত পাঠানো, চা স্টল বন্ধ করা,যানবাহনে ৫০% যাত্রী বহনসহ অন্য সকল বিধিনিষেধ মেনে চলা নিশ্চিত করতে অভিযান চালান। এসময় ইউএনও সৈয়দা নাফিস সুলতানা হ্যান্ড মাইক ব্যবহার করে ঘর ছেড়ে কারণে- অকারণে বাইরে থাকা সাধারণ মানুষদের ঘরে ফেরত ও মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করাসহ মাস্ক বিতরণ ও এই মরণ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে করণীয় বিষয়ে সচেতন করাসহ ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে জরিমানা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।