ঝিনাইদহ প্রতিনিধিঃ
শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভাসহ নানা আয়োজনে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পালিত হয়েছে বিপ্লবী বাঘা যতীনের জন্মবার্ষিকী। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র যুগান্তর দলের প্রধান বিপ্লবী বীর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) এর ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে উপজেলার রিশখালী গ্রামে তার পৈত্রিক ভিটা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী এই বীরের স্মৃতি রক্ষার্থে গঠিত সংগঠন ‘বাঘা যতীন একাডেমি‘। পরে এ উপলক্ষে এক স্মৃতিচারণমূলক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিপ্লবী বাঘা যতীন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
তিনি বলেন, উপমহাদেশের বিপ্লবী এই বীরের বীরত্বের ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এবং তার স্মৃতি রক্ষার্থে একাডেমিক ভবন নির্মাণসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, ওই একাডেমির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।