ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারী ধর্ষণ মামলার আসামি রাজ আক্তার (৩৬) কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব-৬)। শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের জোহান ড্রিম ভ্যালি পার্ক এলাকা থেকে র্যাবের একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজ ওই গ্রামের মৃত-শমসের মন্ডলের ছেলে।
সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মোঃ কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই ব্যক্তিকে হরিণাকুন্ডু থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নিজ বাড়িতে ওই নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় গত ১৪ জানুয়ারি ভুক্তভোগী নারী গ্রেপ্তার ওই ব্যক্তিকে আসামি করে আদালতে একটি ধর্ষণ মামলা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।