জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাছারীতোলা গ্রামে ছেলের নির্যাতনের শিকার এক বৃদ্ধা মা বাধ্য হয়ে আদালতের দারস্থ হয়েছেন। কুলাঙ্গার ছেলের বিচার চেয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ কাছারী তোলা গ্রামের মৃত কোরবান শাহ’র স্ত্রী ছামিরা বেগমকে তার মেজ ছেলে লাভলু শাহ মারধর করেন। এতে তিনি আহত হন। ১০ মার্চ ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন মা ছামিরা বেগম। মামলার আরজি থেকে আরও জানা যায়, ছেলের নেশার টাকা দিতে অস্বীকার করায় মাকে প্রায় মারধর করতো লাভলু। এর আগে তিনি বিধবা মায়ের গচ্ছিত ৮০ হাজার টাকা ও একটি কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। মা ছমিরা বেগম বলেন, আমার স্বামীর মৃত্যুর পর মেজ ছেলে খারাপ মানুষের সঙ্গে মিশে নেশায় আসক্ত হয়ে পড়ে। সে জুয়া খেলে ঘরের জিসিন নষ্ট করে। নেশার টাকা না পেয়ে আমাকে মারধর ও নানাভাবে অত্যাচার নির্যাতন করে। এর আগেও আমি নির্যাতন সহ্য করতে না পেরে হরিণাকুন্ড থানায় অভিযোগ করি এবং ওসি মীমাংসা করে দেয়। এখন আমি এই নেশাখোর ছেলের বিচার চাই।
বৃদ্ধার মেজ ছেলে লাভলু শাহ বলেন, তুচ্ছ ঘটনায় আমার বড় ভায়ের ইন্ধনে মা আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি মাকে নির্যাতন করিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।