ঝিনাইদহ প্রতিনিধিঃ
যান্ত্রিক কোনো বাহনে নয়, কনের বাড়িতে বরযাত্রীরা যাচ্ছে মহিষের গাড়িতে। কবুল শেষে নববধূ নিয়ে বাড়ি ফেরে একইভাবে। ঠিক এমনটাই ঘটেছে গত সোমবার ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথ পুর ইউনিয়নের কাচারি তোলা গ্রামে। “আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে... গানের কথাগুলো আজ চির অতীত। প্রায় ২০-৩০ বছর আগে বিয়ে করতে যেতো বর যাত্রী নিয়ে গরু বা মহিষের গাড়ী নিয়ে। কিন্তু এই আধুনিক যুগে সেই পুরাতন ঐতিহ্য ধরে রাখতে এবং বাবার শখের বসে বর যাত্রী নিয়ে গেলো বউ আনতে কাচারি তোলা গ্রামের শিক্ষক খুরশিদ শুয়াইব বাবুলের ছেলে বর খুরশিদ সাফাত শুভ্র। নতুন বউ মোছাঃ রিংকি খাতুনের বাড়িও একই গ্রামে তার পিতার নাম শিক্ষক আব্দুল লতিফ।
জানা গেছে, অনেক আগে থেকেই ইচ্ছা ছিলো শিক্ষক খুরশিদ শুআইব বাবুলের ছেলে খুরশিদ সাফাত শুভ্রকে বিয়ে দিবেন মহিষের গাড়িতে করে। তার সেই ইচ্ছা পূরণেই এমন আয়োজন। এমন পুরাতন ঐতিহ্যবাহী বরযাত্রী নিয়ে যাওয়া এবং পিছনে মাইকে গান বাজানো দেখতে গ্রামবাসীর ঢল নামে। যা আজ প্রায় বিলুপ্তির পথে। এতে দুই পরিবারের লোকই অনেক আনন্দিত।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।