আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিনবেড় বাজার পরিচালনা কমিটির সম্পাদক পদে নির্বাচন উৎসবমূখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে ১২৪ ভোট পেয়ে মো: কাপ্তান মিয়া নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সুজন পাঠান ৯৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। হরিণবেড় বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সম্পাদক পদে ব্যানার -পোস্টার সাটিয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আজ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে পুলিশ প্রশাসনের নিরবচ্ছিন্ন উপস্থিতিতে ৩‘শ ২৪ জন ভোটারের মধ্যে ৩‘শ ১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। বাজার পরিচালনা কমিটির নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ভোটারদের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে নিবার্চন সম্পন্ন হয়েছে। পদাধিকার বলে হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া হরিনবেড় বাজার পরিচালনা কমিটির সভাপতি । নির্বাচিত সাধারণ সম্পাদক মো: কাপ্তান মিয়াকে বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার।
তিনি জানান,নির্বাচনে ৩২৪ জন ভোটারের মধ্যে ৩০১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফলাফল ঘোষণার সময় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ সরকার,হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া,ইউপি সদস্যরাসহ বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।