আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
‘আইন মেনে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী’ এই প্রতিপদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে সড়ক দুর্ঘটনারোধ ও যানজট নিরসনে বাজারে ট্রাফিক কোন স্থাপন করা হয়েছে।
ডোমার পৌর প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানার ট্রাফিক বিভাগ। রবিবার (০৬ অক্টোবর) সকাল ১১ টায় ডোমার বাজার সড়কে ট্রাফিক কোন স্থাপনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এ সময় ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মন্ডল, এটিএসআই পারভেজ মিয়া, পৌর প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সড়ক দুর্ঘটনারোধ ও যানজট নিরসনে বাজারে প্রায় ২০টি ট্রাফিক কোন স্থাপন করা হয়।
তাই পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেলচালক এবং আরোহীদের হেলমেট পরিধান, প্রয়োজনীয় কাগজপত্রসহ ট্রাফিক ও সড়ক আইন মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।