দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :
ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'এসো গৌরীপুর গড়ি’ এর উদ্যোগে ‘সবাই মিলে ইফতার’ স্লোগানকে প্রতিপাদ্য করে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার ( ৩ এপ্রিল) এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরই এ সংগঠনটি রোজার শুরু থেকে শেষদিন পর্যন্ত ইফতারের আয়োজন করে থাকে। ঐতিহাসিক হারুন পার্ক মাঠে মাহে রমজানে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রতিদিন ইফতারের আয়োজন করেছে এই সংগঠনের সদস্যরা । ইফতার মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এই ভিন্ন রকম আয়োজন সম্পর্কে জানতে চাইলে 'এসো গৌরীপুর গড়ি' এর প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাতা আবু কাউছার চৌধুরী রন্টি ও জানান, 'আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সকল শ্রেণি পেশার লোকজনের জন্য ইফতার এর আয়োজন করে আসছি। ধনী-গরীব সবাইকে এই মহতী আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। রোজার শেষ দিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।