মোঃ মেহেদী হাসান ফারুক, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
স্বাস্থ্য মন্ত্রীর হাত থেকে নতুন এম্বুল্যান্সের চাবি গ্রহণ করছেন (নাগরপুর- দেলদুয়ারের) গণমানুষের নেতা টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটু ।
স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং রোগীর ভোগান্তি কমানোর লক্ষ্যে এম পি টিটুর এই মহান উদ্যেগ।
১৫ জানুয়ারি বুধবার রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগারে দেশের ৮৮টি উপজেলায় একযোগে ১০৩টি এম্বুলেন্স বিতরণ করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহেদ মালেক স্বপন এম পি বলেন, দেশের স্বাস্থ্যখাতের মান উন্নয়নের স্বার্থে আগামী পাঁচ বছরে স্বর্ণযুগে প্রবেশ করবে।
সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যেভাবে দেশের আনাচে-কানাচে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে, একইভাবে আগামীতে প্রচুর সংখ্যক চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি নিয়োগ দেয়ার মাধ্যমে হাসপাতালে সেবার মান বহুগুণ বৃদ্ধি করে এবং চিকিৎসা সেবায় মানুষের ব্যয় কমিয়ে আগামীতে দেশের স্বাস্থ্যখাতকে ইতিহাসের স্বর্ণযুগে নিয়ে যাওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন শুধু স্বাস্থ্য সেবা নয়, দেশের রোগিদের জন্যই এ এম্বুলেন্স বরাদ্দ করা হয়েছে।এগুলো মিসইউজ করার করার কারণে খুব তাড়াতাড়ি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এজন্য এটা রোগী ছাড়া অন্যভাবে ব্যবহার না করার আহবান জানান তিনি।
সভায় ৮৮টি উপজেলার পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থেকে এম্বুলেন্সগুলোর চাবি বুঝে নেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, সিবিএইচসির লাইন ডাইরেক্টর ডা. মহদেব চন্দ্র রাজবংশী প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।