দিলীপ কুমার দাস, ময়মনসিংহ জেলাপ্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল শিক্ষিকা যৌ'ন নি'পীড়নের শিকার হয়ে থানায় মামলা করেছেন। রোববার রাতে ওই শিক্ষিকা বাদি হয়ে মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শাহিনুর রহমান রুবেল (৪০) কে আটক করেছে।
সোমবার আটককৃতকে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
জানা যায়, উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের হারুন অর রশিদের পুত্র শাহিনুর রহমান রুবেল স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকাকে দীঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো।গত শনিবার ওই স্কুল শিক্ষিকা স্কুল শেষে বাড়ি ফেরার পথে ইউনিয়ন ভূমি অফিসের সামনে রুবেল তার পথ রো'ধ করে। শিক্ষিকার শ'রীরে হাত দেয় এবং পড়নের কাপড়ে টা'নাটানি করলে তার ডাক চি'ৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে থানায় অভিযোগ করলে পুলিশ শাহিনুর রহমান রুবেলকে আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, যৌ'ন নি'পীড়নকারীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।