মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর: ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রী সুমনা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নত ঠাকুরগাঁও জেলার ও রংপুরের স্থানীয় শিক্ষার্থীরা এ সমাবেশে অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, আজ অবুঝ শিশুও যেন সমাজে নিরাপদ নয়। তৃতীয় শ্রেণির কোমলমতি ছাত্রীকে হত্যার চাঞ্চল্যকর এ ঘটনা নিঃসন্দেহে নিকৃষ্ট পশুর কাজ। সুমনার মতো যেন আর কাউকে প্রাণ দিতে না হয় তাই আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ হত্যাকান্ডে প্রশাসনের নিরবতাকে দায়িত্বহীনতা উল্লেখপূর্বক উপযুক্ত বিচার না পেলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। গত ১৫ ডিসেম্বর সুমনা নিখোঁজ হয়। এর পর ২০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া কাননের বাড়ির বাথরুম থেকে সুমনার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমনা প্রতিদিনই কাননের বাসায় খেলাধুলা করতে যেত। নিখোঁজের পরদিন সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় একটি মামলা করলে নিখোঁজের ৪ দিন পরে ওই এলাকার গিয়াস মাহমুদ কনকের ছেলে কাননের বাথরুম থেকে সুমনার গলিত মরদেহ উদ্ধারপূর্বক পুলিশ কাননকে আটক করে।
উল্লেখ্য, কানন শহরের গোয়ালপাড়ার ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।