মোঃ পরশ আহম্মেদ, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জা'ল নোটসহ নানাখী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মোঃ আঃ রহমান (৫২) ও একই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে মোঃ বাবুল (৬০)নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার নানাখী বাজার সংলগ্ন ফজল খানের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ বাবুলের মেয়ের জামাই মোঃ সাহাবুদ্দিন জা'লনোট প্রস্তুত পূর্বক গ্রেপ্তারদের কাছে সরবরাহ করেন। গ্রেপ্তাররা বিভিন্ন ধর্মীয় উৎসব -ইদ, পূজা, পহেলা বৈশাখ ও বিভিন্ন সময় ঢাকা-নারায়ণঞ্জসহ আশ-পাশের জেলায় জা'লনোট বিক্রয় করে থাকে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার) জানান, 'জা'লনোট প্রস্তুতকারক সাহাবুদ্দিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং জা'লনোট তৈরীতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম (ল্যাপটপ/কম্পিউটার, প্রিন্টার, কালি, পেপার, ডাইস) উদ্ধারের অভিযান অব্যাহত আছে। পলাতক আসামি সাহবুদ্দিনের বিরুদ্ধে জা'লনোট প্রস্তুত সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধেও সোনারগাঁ থানায় মা'রামারির মামলা রয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।