সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি>>
নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন মোটর শ্রমিকের মর্মান্তিক ‘মৃত্যু’ হয়েছে।বুধবার(৩ নভেম্বর)সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসটার্মিনাল এলাকার সুমনা পেট্রোল পাম্পের সামনে।নিহত তিনজন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন(২২০)এর সদস্য।তারা হলেন-সৈয়দপুর উপজেলার কুন্দল এলাকার রবিউল ইসলাম(৫০),স্বাশকান্দর এলাকার আলম হোসেন(৫০) ও নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার জাহাঙ্গীর ভান্ডারী(৫৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় ঢাকা(মেট্রো-ড-১১-২১১৯)ট্রাকটি রংপুর থেকে এসে সৈয়দপুর বাস টার্মিনালের পাশে সুমনা পেট্রোল পাম্পে জ্বালানি নেয়।ওই সময় পাম্পের সামনে দাঁড়িয়ে ওই তিন মোটর শ্রমিক কথা বলছিলেন।পরে ওই পাম্প থেকে ট্রাকটি জ্বালানি(তৈল)নিয়ে দ্রুত গতিতে বের হবার সময় ব্রেক ফেইল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সেই তিন শ্রমিককে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও একজন আহত হন।
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মজিবুদৌলা জকি জানান,নিহতদের মধ্যে দুইজন বাস চলাচলের সময় নির্ধারণ মাস্টার ও একজন সদস্য।তারা বগুড়াগামী বাসগুলোতে চেইন মেইনটেন করতেন।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে জানান,ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।