বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা >>
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়,গত বৃহস্পতিবার সন্ধ্যায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিপুর ইউনিয়নের চরচরিতাবাড়ী গ্রামের গাছবাড়ীতে তাস দিয়ে জুয়া খেলার সময় সরঞ্জামাদিসহ ৭ জুয়ারীকে গ্রেফতার করে। এরা হলেন, উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের দেলদার হোসেনের ছেলে রব্বানী, শফির উদ্দিনের ছেলে মোকলেছুর রহমান মুকুল, হেকমত আলীর ছেলে জলিল, ছবিজলের ছেলে রতন মিয়া, ছালামের ছেলে রশিদ মিয়া, বক্করের ছেলে আতিয়ার, আবেদালীর ছেলে ফারুক। এ ঘটনায় জুয়া আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জুয়ারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।