শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ ত্রাণ তহবিলের অর্থায়নে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্প-২ এর আওতায় ২০১৭-২০১৮ অর্থবছরে শান্তিরাম ইউনিয়নে ১৭টি পরিবারের মাঝে বিনা খরচে ১টি করে ঘর নির্মাণ করে দেওয়ায় পরিবারগুলো মাথা গুজার ঠাঁই পাওয়ায় তাদের মাঝে খুশির বন্যা বইছে।
সরেজমিনে দেখা যায়, শান্তিরাম ইউনিয়নের ভ্যাস্যি গ্রামের মৃত জাহিদুলের স্ত্রী শেফালি বেগম ঘরটি পেয়ে আনন্দিত। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যেহেতু আমার ঘর নির্মাণের সাধ্য ছিল না তাই এই ঘর পাওয়ায় আমার মাথা গুজবার ঠাঁই হয়েছে।
এ ব্যাপারে শান্তিরাম ইউপি চেয়ারম্যান অধ্যাপক ছামিউল ইসামের সাথে কথা হলে তিনি জানান, আমার ইউনিয়নে ১৭টি ঘর বরাদ্দ দেয়া হলেও আরও বাদ পড়া অনেকে আছেন যাদের এরকম ঘরের প্রয়োজন। এ ব্যাপারে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন। উল্লেখ্য প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ লাখ টাকা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।